রূপগঞ্জে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

- আপডেট সময় : ১০:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জনৈক অস্ত্রধারী ব্যাক্তিকে জামায়াতে ইসলামীর লোক হিসেবে কয়কেটি ফেসবুকে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, ছবিতে উল্লেখিত ব্যাক্তি জামায়াতে ইসলামী করা তো দূরের কথা আমাদের কোনো পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তির সাথে ন্যূনতম পরিচয় এবং সম্পর্ক নেই।
বিবৃতিতে তারা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদ ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের কোনো নেতা কর্মী কোনো প্রকার সন্ত্রাস বা অস্ত্রবাজীর সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জেলা আমির ও সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অগ্রযাত্রা এবং জনগণের মাঝে জামায়াতে ইসলামী দিন দিন জনপ্রিয় সংগঠনে পরিণত হওয়ায় একদল কুচক্রী মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। অপপ্রচার বন্ধ না হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন দায়িত্বশীলগন।
বিবৃতিতে তারা আরো বলেন, এই অস্ত্রধারীকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং যারা অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে আমরা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।