সংবাদ শিরোনাম :
৬০০ পিস ইয়াবা ও ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার
হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে আজ (৩০ মে) রাত আনুমানিক ১:৩০ মিনিটে নামাজের চরের বেগমগঞ্জ থেকে উলিপুর থানাধীন মসালের চর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ফুলচান (৪০) কে ৬০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
অন্যদিকে রৌমারী থানার একটি চৌকস টিম গত ২৯ মে ২০২৩ তারিখ ভোর আনুমানিক ০৫:৩৫ ঘটিকায় রৌমারী থানাধীন নওদাপাড়া থেকে রৌৃারর নওদাপাড়ার কুখ্যাত মাদক কারবারি মোঃ আমজাদ হোসেন (৩০) কে তার বসতবাড়ি থেকে ৩৭ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।