হোয়ানকের নিহত ৩ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন মহেশখালী লবণ চাষী কল্যাণ সমিতি
- আপডেট সময় : ১১:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় “মোখার” ঠান্ডা বাতাস জনিত কারণে হোয়ানকের নিহত ৩ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন মহেশখালী লবণ চাষী কল্যাণ সমিতি। ঘূর্ণিঝড় মোখা’র তান্ডবের কবল থেকে লবণ বাঁচাতে গিয়ে মহেশখালীর হোয়ানকে ৩ জন লবণ চাষীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ নিহত পরিবারদের নগদ অর্থ সহায়তা প্রদানে পাশে দাড়ালেন মহেশখালী লবণ চাষী কল্যাণ সমিতি। আজ ১৫ মে (সোমবার), মহেশখালী লবণ চাষী কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা ও সভাপতি এড মোহাম্মদ শাহাব উদ্দিন উপজেলার হোয়ানকে নিহতদের বাড়ি গিয়ে তাদের অসহায় স্ত্রী, সন্তানদের মাঝে এসব অর্থ সহায়তা প্রদান করেন। নিহতরা হলেন, উপজেলা হোয়ানক ইউনিয়নের কালাগাজীরপাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩২), পানিরছড়া বারঘরপাড়ার মৃত মদনের ছেলে মো. আনছার (৩০) তাদের রেখে যাওয়া অসহায় স্ত্রী, সন্তানদের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দিয়ে সরকারিভাবে আরও সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী লবণ চাষী কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা ও সভাপতি এড্. মোহাম্মদ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা জাফর আলম জফুর, গোরকঘাটা লবণ কেন্দ্র বিসিক পরিদর্শক কে.এম হাসিব আহসান ও সাংবাদিক মোহাম্মদ শাহাব উদ্দিন, হারুনর রশিদ, এলাকার মান্যগণ্য ব্যক্তি আলতাফ হোসেন, ফরিদুল আলম, নেজাম উদ্দিন, কাওসার উদ্দিন, বেলার হোসেন প্রমুখ। সভাপতি এড শাহাব উদ্দিন বলেন, ঘূর্ণিঝড়ে মোখার ১০নং সতর্ক সংকেত থাকার পরেও, জীবনবাজি রেখে পরিবারের অহার যোগাতে লবণের মাঠে কাজ করতে গিয়ে মর্মান্তিক ভাবে নিহত হওয়া পরিবারদেকে আমাদের লবণ চাষী কল্যাণ সমিতি
সামর্থ্য অনুযায়ী বর্তমানে মানবতার কল্যাণে পাশে আছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে পাশে থাকবে ইনশাআল্লাহ।