হাটের নামে বীর মুক্তিযোদ্ধার জায়গা দখল ও হয়রানির চেষ্টা, স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ
- আপডেট সময় : ০৯:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ গত ২০ মে ভোর রাতের অন্ধকারে বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অব. সার্জেন্ট মো. সেজাব উদ্দিনের নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের চেষ্টা করেন স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেনের হুকুমে ১০/১২ সাঙ্গপাঙ্গ। এই ঘটনায় ধুনট থানায় চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বেসরকারি একটি হাটের নামে জায়গা দিতে স্থাপনা সরাতে চাপ দিতে থাকে চেয়ারম্যান। নানান ভাবে হুমকি ধামকি দিয়েও যখন কাজ হচ্ছিলো না তখন রাতের অন্ধকারে প্রতিষ্ঠানে ভাংচুর করে। সরেজমিনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। দোকানের সিমেন্টের বারান্দার ৬ টি খুঁটি ভেঙে ফেলা হয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রথমে বিষয়টি জানিনা বলে উল্লেখ করলেও পরবর্তীতে বলেন এরকম ভাংচুরের একটি ঘটনা ঘটেছে। তবে কারা করেছে তা জানিনা।
এ বিষয়ে ধুনট থানার অফিসার্স ইনচার্জ মো. সৈকত জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
হাটের ব্যাপারে জোরপূর্বক উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. আশিক খান বলেন, সাতটিকরী নামে কোনো সরকারি হাট নেই। অভিযোগ পেলে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।