সৈয়দপুরে পিকআপের ধাক্কায় ১ যুবক নিহত, আহত ১
- আপডেট সময় : ০৯:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
হীমেল কুমার মিত্র,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সৈয়দপুরে পিকআপের ধাক্কায় তানভির আহমেদ জনি (৩০) নামে ১জন যুবক নিহত হয়েছেন। এ সময় আব্দুল রাজ্জাক (৩৩) নামে আরেক যুবক আহত হয়েছেন। (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী থেকে সৈয়দপুরের দিকে আসা একটি পিকআপ কাদিখোলায় রাস্তা পার হওয়ার সময় ২জনকে ধাক্কা দেয়। ঘর্টনাস্থলে ১জন নিহত ও ১জন আহত হন। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত জনি পাবর্তীপুর এলাকার বাঘাছড়ি গ্রামের বাসিন্দা। আহত রাজ্জাক সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়েনর পোড়ার হাট এলাকার বাসিন্দা। দুজনেই স্থানীয় ইকু জুট মিলের কর্মচারী।
উক্ত বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।