সংবাদ শিরোনাম ::
সাহাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
দিন দিন বেড়েই চলেছে মরদেহ উদ্ধার। গাইবান্ধা শহরে নিজ বাড়ি থেকে শ্রী নয়ন ধর সাহা সুমন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(৩ এপ্রিল) বুধবার দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নগরীর সাহাপাড়া এলাকার শ্রী মন্টুধর সাহার ছেলে।
স্বজনরা জানান, নয়নধর সাহা পেশায় একজন টেলিকম ব্যবসায়ী। সকালে দোকানে গিয়ে ১১টার দিকে বাড়িতে ফেরেন। দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।