সারিয়াকান্দিতে প্রাণী সপ্তাহ প্রদর্শনী ২০২৩ এর শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে
মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হালিম, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।