সারিয়াকান্দিতে দেশীয় অস্ত্রধারী সহ আটক ০৪
- আপডেট সময় : ০৪:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে
বগুড়ার সারিয়াকান্দিতে দেশীয় অস্ত্রধারী ও তদন্ত প্রাপ্ত আসামী সহ ০৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সারিয়াকান্দি থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫ মার্চ (শনিবার) দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাবতলী থানাধীন উজগ্রাম চৌধুরীপাড়া এলাকার সাখাওয়াত হোসেন চৌধুরী ওরফে গেল্লা মন্ডলের ছেলে দেশীয় অস্ত্রধারী সাফিউল মাহমুদ ওরফে সফল (৩৮) আটক করা হয়। একই সাথে থানা এলাকায় অভিযান পরিচালনাকালে (অন্তরপাড়া স্থায়ী) দিঘলকান্দি বাঁধ হতে আকবর আলী সরদারের ছেলে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারার আসামী আমিরুল ইসলাম সরদার (৪০), রামনগর পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেন মন্ডল ও নাছিমা বেগম দম্পত্তির ছেলে নাজির মন্ডল (৩৪) এবং আমতলী দক্ষিণপাড়ার মোখলেছার রহমান ও বিউটি বেগম দম্পত্তির ছেলে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী শাহ আলম ওরফে লোটাস (৪০) কে গ্রেপ্তার করে সারিয়াকান্দি থানা পুলিশের একটি চৌকস টিম।
সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামী সামিউলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা এবং ধৃত সকলের বিরুদ্ধে আলাদা মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।