সংবাদ শিরোনাম ::
সারিয়াকান্দিতে থানা পুলিশের পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার
মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে
মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে পৃথক পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। ১১ ফেব্রুয়ারি শনিবার সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে হিন্দুকান্দি এলাকার ইলিয়াস উদ্দিন মন্ডলের ছেলে মাদকসেবী জাকিরুল ইসলাম ওরফে জাকির (৩৫), মৃত আজগর আলী সরকার এর ছেলে মোমিন সরকার (৪১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা রুজু করা হয়। এবং একই তারিখ অভিযান পরিচালনা করে পারতিতপরল এলাকার জলিল ইসলামের ছেলে রায়হান মন্ডল (২৮) কে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ওসি(তদন্ত) আশরাফুল আলম।
সারিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।