সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালিত
- আপডেট সময় : ১১:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই স্লোগান সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্ণঢ্য শোভাযাত্রা, প্রামাণ্য চিত্র, আলোচনা সভা ও মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। ২৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মার্জিয়া আখতার বানু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, সাংবাদিক বৃন্দ সহ মৎস্যজীবী, মৎস্য চাষীরা প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাহাদারা মান্নান (এমপি) বাঙ্গালী নদীতে পোনা মাছ অবমুক্তকরণ করেন।