সাংবাদিক ওপর হামলায় টিসিএ-এর নিন্দা

- আপডেট সময় : ০৬:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াপল্টনে পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির ভিডিও জার্নালিস্ট মোবারক হোসেন শুভকে নির্যাতনকারী বিএনপি কর্মীদের শাস্তি ও তীব্র নিন্দা জানিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)।
(১৬ জানুয়ারি) সোমবার সংগঠনটির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃবিতে দোষীদের শাস্তি ও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সোমবার বিকেলে পল্টনে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে সংবাদ সংগ্রহকালে বিএনপি কর্মীদের হামলায় সময় টিভির চিত্র সাংবাদিক মো. মোবারক হোসেন শুভ গুরুতর আহত হন।
এ সময়ে তার হাতের ড্রোন ক্যামেরা ভাঙচুরসহ গোপ্রো ক্যামেরা, মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়া হয়।
এর আগে রাজধানীর নয়াপল্টনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সময় টিভির ভিডিও জার্নালিস্ট মোবারক হোসেন শুভ।
(১৬ জানুয়ারি) সোমবার সকাল থেকে নয়াপল্টনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশের চিত্র ধারণ করছিলেন এ ক্যামেরা পারসন। একপর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় তার ড্রোন ক্যামেরা ভেঙে দিয়ে সঙ্গে থাকা গোপ্রো ক্যামেরা, মোবাইল ফোন, ক্রেডিট ও ডেবিট কার্ডসহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয় বিএনপি কর্মীরা।