সর্বশেষ তারাকান্দা উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ১০ জন
- আপডেট সময় : ০৫:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার শেষদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৪ জন, পুরষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
জানা গেছে, চেয়ারম্যন পদে আওয়ামলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক,আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সরকার বকুল, জাতীয় পার্টি মনোনীত উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ, মাসুদ তালুকদার, ও ইসলামী আন্দোলের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল
এ ছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী আবু হুরায়রা তালুকদার, তারাকান্দা উপজেলা বন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী শামীম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাসনা বেগম বেবী ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মোছাঃ তাছকিন আক্তার খুশি প্রমুখ।