সরফভাটায় গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৪:৪৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
“গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে চলতি বছরে বর্ষা মৌসুমে দেশব্যাপী ধারাবাহিকভাবে ২০ কোটি ফলজ-বনজ-ওষুধী চারা রোপন করবে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সরফভাটা ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার (২০ জুন) সকালে গ্রামীন ব্যাংক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ দুই শতাধিক নারী-পুরুষের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ গাছ বিতরণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের সরফভাটা শাখার ব্যবস্থাপক কামাল হোসাইন, সেকেন্ড ম্যানেজার আইনুল ইসলাম,কেন্দ্র ব্যবস্থাপক আবু ছালেহ মোহাম্মদ ও শতাব্দী পাল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাখা ব্যবস্থাপক কামাল হোসাইন বলেন, আজ গ্রামীণ ব্যাংকের অধীনে দেশব্যাপি ২৫২৮ টি ব্রাঞ্চে একযোগে ১ কোটির অধিক বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ-ওষুধী চারা বিতরন ও রোপন করেছে।
বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় এ সপ্তাহে ৪৪ হাজার ৫০০ জন ভুক্তভোগীদের মাঝে ৩ লক্ষ ৫৯ হাজার ৭৪ টি গাছ বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানা গেছে। এবং এ উপজেলায় ৫টি শাখায় ৫০ হাজার গাছ বিনামূল্যে বিতরণ করা হবে এর মধ্যে সরফভাটা ইউনিয়নে ৬টি শাখায় গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের মাঝে ১৮ম,২৪ম,৩ম,২৩ম,৪১ম ও ৪০ম মোট ৬ টি শাখায় ধারাবাহিকভাবে ৭ হাজার গাছ ফলজ-বনজ-ওষুধী চারা বিতরন করবে।