সময় টিভির বার্তা প্রধানকে হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন

- আপডেট সময় : ০৭:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ এবং রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং পুলিশি হয়রানির প্রতিবাদে হিলিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
আজ (৮ ফেব্রুয়ারি) বুধবার সকালে হিলি ৪ মাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক ও মুক্তিযোদ্ধাসহ শতাধিক সচেতন ব্যক্তি উপস্থিত ছিলেন।
উক্ত মামলা এবং তাদের পুলিশি হয়রানির প্রতিবাদে সারা দেশের সাংবাদিক সমাজ জ্বলে ওঠে। তারই অংশ হিসেবে সারা দেশের ন্যায় হিলিতে স্থানীয় সাংবাদিক এবং সচেতন মহল প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।
মানববন্ধনে হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি এবং বৈশাখী টিভি ও কালের কণ্ঠের হাকিমপুর প্রতিনিধি গোলাম মোস্তাফিজার মিলন জানান, ‘আমরা সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বেরোবির দুর্নীতিবাজ ওই কর্মকর্তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্ত ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ তুলে রংপুরের ব্যুরো প্রধান রতন ও
সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ
সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।