সত্যের সন্ধানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
নাসিক ০৮ নং ওয়ার্ড এনায়েত নগরে ২০২২ সালের ১লা জানুয়ারিতে সেবা মূলক সামাজিক ও অরাজনৈতিক সংগঠন সত্যর সন্ধানের পথচলা শুরু হয়। তারপর থেকে সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সত্যের সন্ধান বিশেষ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় অদ্য রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে নিম্ন আয়ের ও সমাজের সুবিধা বঞ্চিত ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মোঃ মাহবুবুর রহমান মোল্লা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ০৮ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্যের সংগঠনের উপদেষ্টা মোঃ মোবারক হোসেন প্রধান,মোঃ আনিসুর রহমান, মোঃসেকান্দর আলী প্রধান,মোঃ আব্দুস সামাদ,মোঃমাহফুজুর রহমান মোঃ আব্দুল জলীল মোল্লা আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক লুৎফর রহমান কাকন, বিশিষ্ট সমাজ সেবক কাজী অহিদ আলম এবং মমিনুল আলম পুষন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃআলী,হারুন অর রশীদ,বাদল সিকদার,মোঃআবু জাফর স্বপন, কাজল মাঝী সিদ্দিক,মোঃইয়াসিন,মোঃ নবীন হোসেন,মোঃহামিদুল ইসলাম খোকন,রেজাউল করিম মোল্লা,রুহুল আমিন মোল্লা,সামসুল হক মোল্লা,মোঃ হোসেন,মোঃ শফিকুল ইসলাম ফিরোজ,মোঃজয়নাল,মোঃরাকিব আল হাসান,মোঃ মুনসুর আলী,মোঃ গোলাম ই নুর,মোঃ পারভেজ আলম,মোঃ মান্নান, মোঃসৌরভ, মোঃ মাসুদ কাজী,মোঃ আবু হানিফ,মোঃ মজিবুর রহমান মোল্লা, মোঃমাসুদ রানা,মোঃ তানজিল বিন আলী,মোঃ খালেদ বিন রনি,মোঃদ্বীন ইসলাম,মোঃফারুক,মোঃফরিদ,মোঃরিদওয়ান রাহাত,মোঃআবুল কালাম আজাদ।
সঞ্চালনায় ছিলেন মোঃ মেহেদী হাসান