শেরপুর-ধনুট এর সংসদ সদস্যর সহধর্মিনীর, রোগ মুক্তি কামনায় উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল।
- আপডেট সময় : ০৫:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে
বগুড়া জেলার শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এর সহধর্মীনি। শেরপুর ধনুট উপজেলা যুব সমাজের অহংকার এবং বর্তমান ধনুট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সানি এর মাতা অসুস্থ হওয়ায়, শেরপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে, শেরপুর বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
মসজিদের পেশ ইমামের পরিচালনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারেকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্ট, শহর যুবলীগের সভাপতি ফেরদৌস জামান মুকুল, সাধারণ সম্পাদক আরিফ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, এছাড়াও উক্ত দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী যুবলীগের নেতাকর্মী বিভিন্ন পেশাজীবীর মানুষ।