শেরপুর উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা
- আপডেট সময় : ০৯:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের সাত কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৪৩৫ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬জুন) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু এই বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত, উন্নয়ন অনুদানসহ অন্যান্য খাত থেকে উক্ত পরিমান টাকা সার্বিক উদ্বৃত্ত আয় ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান পিএএ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজিদ হাসান লিংকন, শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা, বক্তব্য রাখেন। এছাড়াও সভায় দশ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।