শেরপুর আওয়ামী যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১১:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
বগুড়া সহ সারাদেশে বিএনপি জামায়াতের পথযাত্রার নামে সন্ত্রাস, সহিংসতা রাজনীতি, প্রকাশ্য বিএনপি’ ও জামাতের সন্ত্রাস বাহিনীর অস্ত্রের মহড়া, পুলিশ ও জনগণের উপর অমানবিক হামলা ও বর্বরতার প্রতিবাদে, শেরপুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি শহরের উপজেলা সামনে থেকে বের হয়ে ধনুট মোড় এলাকা প্রদক্ষিণ করে, বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। বিএনপি নৈরাজ্য ও সহিংসতা রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্ট, শেরপুর শহর আওয়ামী যুবলীগের সভাপতি ফেরদৌস জামান মুকুল, সাধারণ সম্পাদক আরিফ সরকার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মী সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।