শেরপুরে ৪ ব্যাগভর্তি মানুষের কঙ্কালসহ আটক ২ জন
- আপডেট সময় : ০৬:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে ৪ ব্যাগভর্তি ৪৪০ টুকরো মানুষের কঙ্কালসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
১লা (মার্চ) বুধবার সকাল ৮ টায় শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় পুলিশের চেকপোস্টে গাড়ি তল্লাশি করে মানুষের কঙ্কালসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো দেওয়ানগঞ্জ থানার গামারিয়া গ্রামের মনো মিয়ার ছেলে রাদেশ খান (২৪), পশ্চিম গামারিয়া গ্রামের মৃত আব্দুুর রশিদের ছেলে বেলাল হোসেন (২৬)।
জানা যায়, শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকায় রাশেদের শ্বশুর বাড়ী। সে ভোরে সারিয়াকান্দি গিয়ে একজনের কাছে থেকে কঙ্কালের ব্যাগগুলো নিয়ে শেরপুরে এসে বাসষ্ট্যান্ড হতে ঢাকায় পাচারের উদ্দেশ্যে রওনা দেয়।
এ সময় শেরপুর থানা পুলিশ ও বগুড়া মাদকদ্রব্যের টিম একটি বিশেষ অভিযানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৪ ব্যাগ ভর্তি কঙ্কালের ৪৪০ টুকরো হাড়সহ তাদের ২ জনকে আটক করে।
অভিযানে শেরপুর থানায় এস আই মোস্তাফিজুর রহমান ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আবির হোসেনসহ তাদের টিম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার জানান, ৪ ব্যাগ ভর্তি কঙ্কালের ৪৪০ টুকরো হাড়সহ ২জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।