সংবাদ শিরোনাম :
শেরপুরে শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস শুরু
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে শেরপুর সরকারি মডেল ডিজে হাইস্কুল খেলার মাঠে শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজন করা হয়।
শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা সুলতানা। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর বাবু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম।
এ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কয়েকশ ছাত্রছাত্রী ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করেন।