শাজাহানপুরে দিন দুপুরে চালককে চাকু ধরে ইজিবাজক ছিনতাই
- আপডেট সময় : ০৯:২২:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে দিন দুপুরে চালককে বার্মিজ চাকু ধরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার(১৩ জুলাই) দুপুর পৌনে ৩ টার দিকে উপজেলার খরনা-বনানী সড়কের পারতেখুর দক্ষিণপাড়া নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ইজিবাইক চালক গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের দোয়ার পাড়া গ্রামের আবুল কালাম আজাদের পুত্র শামীম ইসলাম (২১)।ভুক্তভোগী চালক শামীম হাসান জানান, দুপুর আড়াইটার দিকে শহরতলী শাকপালা বাসস্ট্যান্ড থেকে ২৪/২৫ বয়সী দুই যুবক পারতেখুর সাদিক পার্কে রিজার্ভ নিয়ে আসে। পার্কে আসার পর তারা আর এক কিলো ভিতরে নিয়ে যেতে বলে। এক কিলো যাওয়ার পর ইজিবাইকের পেছনে বসা এক যুবক চালককে চাকু ধরিয়ে ইজিবাইক ছিনিয়ে বনানীর দিকে চলে যায়। এ ঘটনায় শাজাহানপুর থানায় অভিযাগ দায়ের হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।