শাজাহানপুরে গ্যাস ট্যাবলেট সেবন করে এনজিও কর্মীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুরে সুমন (২৫)নামে এক এনজিও কর্মী গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে ।
নিহত সুমন উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া নওদাপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। এবং ১৩ দিন বয়সী এক কন্যা সন্তানের পিতা ছিলেন তিনি । গত সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবলেট সেবন করে সে । গ্যাস ট্যাবলেট সেবনের পর পরই লোক জানাজানি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।
আত্মহননের পুর্বে সুমন মাদলা বাজার এলাকার একটি বেসরকারি এনজিও তে (ঋণদান সংস্থায়) চাকুরীরত ছিল। পরিবারের কাছ থেকে তার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আত্মহত্যার কারন এখনও জানা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে ।