শাজাহানপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ।সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি চাঁচাইতারা-মাদলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলার বিভিন্ন সমস্যাবলী ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয় । উক্ত সভা আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা খানম ।