লাল ভালোবাসা নিয়ে জান্নাতির পাশে ফয়সাল
- আপডেট সময় : ০৩:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
সিজারের কারণে রক্তশূন্যতায় ভুগছিলেন জান্নাতি। রক্ত সংগ্রহ না হলে জীবন মৃত্যুর সংকটে জান্নাতি। তার পরিবারের লোকজন এক ব্যাগ রক্তের জন্য দিশেহারা। এমন খবর পাওয়ার পরই এগিয়ে আসেন রক্তের ফেরিওয়ালা নামে খ্যাত ফয়সাল আহমেদ।
ফয়সাল আহম্মেদ হলেন শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের সবচেয়ে বড় অরাজনৈতি,অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন খানপুর ইউনিয়ন সোনালী সংসদের দপ্তর সম্পাদক।
এভাবেই মানুষের জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে সংগঠনটির শত শত সদস্যরা। সংগঠনটির কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সরকারি বেসরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও পরিচর্যা কর্মসূচি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সিটিজেন চার্টার অনুযায়ী সেবাগ্রহনে সচেতনতা তৈরি, বিভিন্ন খেলাধূলা আয়োজনের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা, বাল্যবিবাহ ও শিশুশ্রমের কুফল সম্পর্কে সচেতন করাসহ বিভিন্ন সামাজিক কাজকর্ম করে এলাকার যুবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরির কাজ করে যাচ্ছে সংগঠনটি।