লালপুরে বিএনপির চার নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত
- আপডেট সময় : ০৭:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
স্বাধীন আলম হোসেন নাটর জেলা প্রতিনিধি
নাশকতা মামলায় নাটোরে লালপুর উপজেলা বিএনপির ৪ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদলতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক অম্লান কুসুম জিষ্ণু তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেলহাজতে পাঠানো নেতাকর্মীরা হলেন: গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম, এবি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবেদ আলী মন্ডল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মাফি, বিএনপি কর্মী আরিফ।
জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বলেন, ২৯ অক্টোবর ভোর ৫টায় লালপুর উপজেলার গৌরিপুরে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২টি লাঠিসহ ১২ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ২২ জনের নামে ও অজ্ঞাত ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করেন।