লালপুরে ইট বোঝাই ট্রলি- সিএনজির সংঘর্ষে নিহত ১ আহত ১
- আপডেট সময় : ১১:১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আরো একজন আহত হয়েছেন।
রোববার (২২) জানুয়ারি সকাল ৮ টার দিকে উপজেলার গোপালপুর- বনপাড়া সড়কের গোপালপুর বিএম কলেজের সামনে এঘটনা ঘটে। নিহত আমিনুল বড়াইগ্রাম উপজেলার আঠুয়া গ্রামের আবেদ আলীর ছেলে ও আহত আসলাম উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মোল্লা মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপালপুর গামী সিএনজির সঙ্গে বনপাড়াগামী ইট বোঝাই পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনায়স্থলেই আমিরুল মারা যান এবং আসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ইট বোঝাই ট্রলি ও সিএনজি দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।