লালপুরের ধুপইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১২:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
লালপুর উপজেলার ধুপইল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম বকুল সংসদ সদস্য ৫৮ নাটোর-১( লালপুর- বাগাতিপাড়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নরুল ইসলাম ঠান্ডু,
ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, প্রাক্তন প্রধান শিক্ষক এ.এইচ.এম মতিউর রহমান, মোঃ জুলফিকার আলি পারভেজ ইউপি সদস্য ২নং ওয়ার্ড, মোছাঃ বেলী বেগম সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, ধুপইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ আব্দুল আওয়াল, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রশিদ, মোঃ হাসেন আলী, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ তোহিদুল ইসলাম বাঘা, সুইট প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো শামীম ইকবাল । এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।