র্যাব-১৩ এর বিশেষ অভিযানে কাঁচা মালের বস্তার ভিতরে অবৈধ মাদক ফেন্সিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
র্যাব-১৩ এর বিশেষ অভিযানে কাঁচা মালের বস্তার ভিতরে অবৈধ মাদক ফেন্সিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
(২১ ফেব্রুয়ারি) ২০২৩ তারিখে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর একটি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, নীলফামারী হতে ঢাকাগামী একটি পিকআপে কতিপয় মাদক ব্যবসায়ী কাঁচা মালের বস্তার ভিতরে অবৈধ মাদক ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে পিকআপটি সনাক্ত করণের লক্ষ্যে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল তৎপর হয়। পরবর্তীতে মাদক বহনকারী পিকআপটি সনাক্ত হলে আভিযানিক দল রংপুর মহানগরীর তাজহাট থানাধীন আলহাজ্ব নগর এলাকায় চেকপোস্ট স্থাপন করে । চেকপোস্টে আগত মাদক বহনকারীর পিকআপে তল্লাশি চালিয়ে ০৩টি আলুর বস্তার ভিতর হতে ৪০৪ বোতল ফেন্সিডিল এবং তিনজন মাদক ব্যবসায়ী ক। মোঃ শাহ আলম (৩৫), পিতা-মৃত আব্দুল মালেক, খ। সোহেল (৩৭), পিতা-আলমাছ, উভয় সাং-পাঁচলক্ষী, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, গ। মোঃ আলমগীর হোসেন, পিতা-মৃত নুরু মিয়া, সাং-খ্রিস্টানপাড়া, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুরদের গ্রেফতার করতে সক্ষম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা কাঁচা মাল ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্য্ক্রম অব্যাহত রয়েছে। সিপিএসসি, র্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুর মহানগরীর তাজহাট থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।