র্যাব-১১ অভিযানে বন্দরে কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৪৬ কেঁজী গাঁজাসহ মাদক কারবারি নূর ইসলাম গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে
জিহাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ বন্দরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৪৬ কেঁজী গাঁজাসহ নূর ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিএসসি। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে বন্দর থানায় সোর্পদ করেছে। এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত দেড়টায় বন্দর থানার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নূর ইসলাম সুদূর পটুয়াখালী জেলার বাউফল থানাধীন চন্দ্রদ্বীপ গ্রামের আবুল বাশারের ছেলে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ সহকারী পরিচালক মিডিয়া অফিসার এএসপি সনদ বড়–য়া এক প্রেস ব্রিফিংএ গনমাধ্যমকে জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ নুর ইসলাম (২১) পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে কুমিল্লা হতে গঁাজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।