রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৫ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ইউএসআইডি
- আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৫ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কক্সবাজারে রোহিঙ্গাদের সহায়তা করতে এবং খাদ্য ও জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়ের কারণে চলমান চাহিদা মেটাতে সহায়তার জন্য এই মানবিক সহায়তা ঘোষণা করা হয়েছে।
নতুন এই সহায়তাসহ ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গাদের জন্য এক হাজার ৯৭৫ মিলিয়ন ডলারের মার্কিন সহায়তা এলো।
বিবৃতিতে বলা হয়, নতুন এই অর্থায়ন বাস্তবায়নে প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং লজিস্টিক সহায়তা প্রদানের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে কাজ করবে ইউএসএআইডি।
এই বরাদ্দের আওতায় সহায়তা পাবেন ছয় লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় ব্যক্তি।
বুধবারের এই বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইউএসএইড তাদের প্রয়োজনের সময় তাদের সমর্থন অব্যাহত রাখবে, সেই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর পাশে থাকবে।