রূপনারায়ণপুর ও কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি স্থাপনের উদ্বোধন
- আপডেট সময় : ০৬:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২৭৭ বার পড়া হয়েছে
মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ ধামইরহাটে রূপনারায়নপুর ও কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি স্থাপনকালে এক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার এমপি বলেন, “আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষায় অভূতপূর্ব উন্নয়ন করেছে।”
শনিবার ১০ জুন বেলা ১১ টায় ভবনের ভিত্তি স্থাপন আলোচনা সভায় সরকার এমপি আরো বলেন -“এত উন্নয়নের পরেও একটি মহল সার্বক্ষণিক আওয়ামী লীগকে ধর্ম বিরোধী বলে অপপ্রচার চালিয়ে থাকে,”। তিনি এই অপপ্রচার আর গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
রূপনারায়নপুর ও কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসার নিজস্ব অর্থায়নে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয় দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, এটিএম বদিউল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, আমজাদ হোসেন,যুবলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান, ইউপি মেম্বার আনোয়ার হোসেন দুকা, মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহিরুল ইসলাম, মাসুদ আলম প্রমুখ।