রাষ্ট্রপতির দেওয়া অনুদানের চেক পেলেন শেফালী বেগম
- আপডেট সময় : ০৪:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ
রাষ্ট্রপতি কর্তৃক ২০ হাজার টাকা এককালীন অনুদান দিয়েছেন। চেক তুলে দিচ্ছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
চেক বিতরন শেষে রাজারহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা নূরে তাসনিম জানান, রাজারহাট উপজেলার অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই রাজারহাট উপজেলার অসহায় মানুষের জন্য যতটুকু পারি অনুদানের ব্যবস্থা করবো।
এসময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের রাজারহাট উপজেলা শাখার সাবেক সভাপতি, অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম সাবু মন্ডল।শেফালী বেগম ২০হাজার টাকার চেক পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন আমি যতদিন বেঁচে থাকব আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মহামান্য রাষ্ট্রপতির জন্য দোয়া করব।