রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রেজাউল করিম আর নেই
- আপডেট সময় : ০২:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১২ বার পড়া হয়েছে
মোঃ জাকির হোসেন রনি:
সিরাজগঞ্জর রায়গঞ্জ চান্দাইকোনা হাজী ওয়াহদ মরিয়ম অনার্স কলজের সাবেক অধ্যক্ষ, উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আ: লীগের সহ-সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযােদ্বা রেজাউল করিম তালুকদার ইন্তেকাল করছেন। (ইনাল্লিাহি ওয়া ইনালিল্লাহি রাজিউন। মত্যুকালে তার বয়স হয়ে ছিলাে (৭৮)। মৃত্যুকালে ২ মেয়ে স্ত্রী সহ অসংখ্য আতীয় স্বজন রেখে গেছেন। পরিবার সূত্র জানা যায়, বহস্পতিবার সন্ধ্যায় তিনি হঠাৎ তার চান্দাইকোনা বাজারের প্রফসর পাড়ার বাড়িতে বুক ব্যাথা জনিত রোগ আক্রাÍ হয়ে অসু¯্য হয় পড়েন। এরপর বগুড়া হাসপাতালে এ্যাম্বুলন্স যোগে নেওয়ার পথই তার মত্যু হয়। পরদিন শুক্রবার সকাল ১০ টায় তার জন্মস্থান বাঁকাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ তাকে গার্ড অফ অনার দিয় রাষ্ট্রীয় মর্যাদা প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান খান। এরপর তার জানাযা নামাজ শেষে মরহুমকে গ্রামের সামাজিক কবরস্থন কবর¯ দেওয়া হয়। তার মত্যুত শাকাহত পরিবারর সদস্যদর প্রতি সমবদণা জ্ঞাপন করছেন বীরমুক্তিযোদ্বা, সর্বস্তরর রাজনৈতিক নেতাকর্মীবৃদু ও সুধিজন।