রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন বাপ্পি
- আপডেট সময় : ১১:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টা রংপুর।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব আবুনুর মোঃ আখতারুজ্জামান পেয়েছেন ১৮হাজার ৭৭৩ভোট।
চেয়ারম্যান পদে অপর অপরদিকে এটিএম ফিরোজ মন্ডল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৭৩ ভোট। চেয়ারম্যান পদে মোঃ আবু তালেব সরকার কাপ প্রিস প্রতীক নিয়ে ৭ হাজার ৯২১ ভোট।
এছাড়া রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন অজয় কুমার সরকার।
তার প্রদত্ত ভোট ৩১ হাজার ৯০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, নাজমুল হুদা নাজু টিউবওয়েল প্রতিক,১৬,৪৪৫ ভোট। আশিকুল ইসলাম মন্ডল সাবু, মাইক প্রতীক নিয়ে ৯ হাজার ০৪১ ভোট। আব্দুল ওয়াহেদ সরকার তালা প্রতীক নিয়ে ৮ হাজার ৭১২ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন ফারজানা আক্তার। তার প্রদত্ত ভোট ২৯ হাজার ৭৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতিক নিয়ে মাধবী রানী পেয়েছেন ২৩ হাজার ৭৯৬ ভোট। কোরাইশী লায়লা ফেরদৌসী কলস প্রতীক নিয়ে ৬ হাজার ২৭৪ ভোট। মোছাঃ রতনা বেগম ফ্যান প্রতীক নিয়ে ৫ হাজার ৮০৩ ভোট।
নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী বলেন,
টাকার শক্তির চেয়ে, জনসাধারণের ভালোবাসার শক্তি বড় সম্পদ দেখিয়ে দিলো রাজারহাট উপজেলার সর্বস্তরের জনসাধারণ। রাজারহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো এবং আমার জন্য দোয়া করবেন যেনো আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে রাজারহাট উপজেলা কে স্মাট রাজারহাটে পরিণত করেত পারি ইনশাআল্লাহ।