রাজারহাটে ১৬২ তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন
- আপডেট সময় : ০৫:১৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজারহাটে গত (৮ মে’) সোমবার বাংলা ২৫ শে বৈশাখ উপলক্ষে বিকেলে রাজারহাট উপজেলা অফিসার্সক্লাবে ১৬২ তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সংগীতানুষ্ঠান “সুরের ভেলা” রাজারহাট উপজেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং বর্তমানে রাজারহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন- রাজারহাট উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা।
উক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন,রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক) ও কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক।