রাজারহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
- আপডেট সময় : ০৯:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে
“স্মার্ট লাইফস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের রাজারহাটে দিনব্যাপী জাঁকজমকভাবে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা/২০২৩ খ্রিঃ অনুষ্ঠিত হয়। আজ (২৫ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: পনির উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহফুজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক, চাকির পশার ইউনিয়নের পর পর দুইবারের চেয়ারম্যান, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, মৎস্য কর্মকর্তা মো: আরিফুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, সমবায় কর্মকর্তা মো: শাহআলম, ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা জাপা’র সদস্য সচিব মো: ওয়াহেদ আলী সরকার প্রমুখ। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার স্বরূপ চেক বিতরণ করা হয়।