রাজস্থলীতে বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে
- আপডেট সময় : ০৫:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে।শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচি মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবদুর ছাত্তার, উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অংসুইনু মারমা,হারাধন কর্মকার,উথোইচিং মারমা, দিলীপ কুমার তংচঞ্চ্যা, শাক্যমিত্র তংচঞ্চ্যা, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।শোভাযাত্রায় বিভিন্ন রঙের পোশাক পরে নারী পুরুষ অংশগ্রহণ করে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষও তাদের ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরে অংশগ্রহণ করে শোভাযাত্রায়।একদিকে বাঙ্গালির নববর্ষ পহেলা বৈশাখ অন্যদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বর্ষবরণ বৈসাবি উৎসব চলছে একই সাথে রাজস্থলীতে। ফলে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে পুরো রাজস্থলী উপজেলা এলাকা।