রাজশাহী-৫ আসনে আস্থার প্রতিক আহসানুল হক মাসুদ!
- আপডেট সময় : ১০:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে
গত রবিবার ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী মাদ্রাসা মাঠে রাজশাহীর বিভাগীয় আওয়ামী লীগের জনসভায় বলেছেন নৌকার কারণে দেশ স্বাধীন হয়েছে। আর স্বাধীন হওয়ার জিয়াউর রহমান মেজর থেকে রাষ্ট্রপতি হয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে এরপর নৌকার উপর তাদের ( বিএনপি) রাগ এতো কেন?
রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক জননেতা আহসানুল হক মাসুদ পুঠিয়া দুর্গাপুরের আগামী নির্বাচনে জন্য মাঠ পর্যায়ে সমাবেশ চালিয়ে যাচ্ছে। তার কথা পুঠিয়া দুর্গাপুর হবে মাদক মুক্ত দেশ ও জনগণ হয়ে কাজ করতে চাই। রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী আস্থার প্রতিদান দিয়েছে রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ।
আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতা থাকার পর রাজশাহী কী ছিল? এখানে তারা খুন ও হত্যার জায়গা পরিণত করেছিল। বাংলাদেশের মানুষের ভালো তারা (বিএনপি) চায় না। তারা সন্ত্রাস ও লুটপাট ছাড়া কিছু বোঝে না। এই রাজশাহীতে বাংলা ভাই সৃষ্টি করেছিল। তারা পুলিশের সহায়তায় অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করে।’
শেখ হাসিনা বলেন, ‘এসব ২০০১ থেকে ২০০৬ সালে খালেদা জিয়ার কারবার ছিল। গত বছর আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন। আমরা কৃতজ্ঞ। এবারও নৌকায় ভোট দেবেন। আপনারা ওয়াদা করেন।’ এ সময় জনসভাস্থলে থাকা সবাই হাত তুলে প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দেন।