রাঙ্গুনিয়া মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা
- আপডেট সময় : ০৯:১৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ২টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে অর্থদন্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম।
গত ২৯শে জানুয়ারি (সোমবার) ২০২৩ইং তারিখ দুপুরে উপজেলা রোয়াজারহাট এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযানে এ জরিমানা করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম জানান, প্রশাসনের নিয়মিত অভিযান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রোয়াজারহাট আজিজ ফার্মেসিকে নষ্ট ফ্রিজে ইঞ্জেকশন সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ও মিসব্র্যান্ডেড ঔষধ বিক্রি, লাইসেন্স বিহীন শিশুখাদ্য বিক্রির অপরাধে ১০ হাজার টাকা এবং হালিমা কসমেটিক্সকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে আরো জানা যায়, বিদেশী এ সকল প্রসাধনী পণ্য বৈধ উপায়ে আনা হয়নি, যার ফলে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে। বিএস টি আই এর অনুমোদনহীন এসব প্রসাধনী সামগ্রীর ব্যবহার অত্যন্ত ঝুকিপূর্ণ বিবেচনায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক করতে এ জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম। এ সময় নষ্ট ফ্রীজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত সকল ঔষধ জব্দ করা হয়েছে।