রাঙ্গুনিয়ায় সিআইপিদের সংবর্ধনা দিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক
- আপডেট সময় : ০৭:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের গ্লোবাল ইসলামী ব্যাংক উদ্যোগে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতি হিসেবে সরফভাটার দুই কৃতি সন্তানকে সিআইপি সম্মাননা সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) বিকালে সরফভাটা গ্লোবাল ইসলামী ব্যাংক শাখায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সরফভাটার কৃতিসন্তান সালাতানত ওমানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আলহাজ্ব রেজাউল করিম ও সংযুক্ত আরব আমিরাত এর বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ জামাল উদ্দিনকে সদ্য ঘোষিত বাংলাদেশ সরকারের সিআইপি হওয়ায় সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সরফভাটায় গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ মোবারক আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনের আঞ্চলিক প্রধান মোঃ নাছির উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মুক্তার আহমেদ আনোয়ারের উপজেলার ব্রাঞ্চ ম্যানেজার আদমগীর চৌধুরী, আতুরের ডিপোর ব্রাঞ্চ ম্যানেজার শেখ রাসেল উদ্দিন, বোয়ালখালি উপজেলার ব্রাঞ্চ ম্যানেজার আরেফিন, ইছাপুর ব্রাঞ্চ ম্যানেজার আসাদুল আলম, রাঙ্গুনিয়া শান্তির হাটের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হামিদ, পথেরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার রেওয়াজ মাহমুদ, সরফভাটা ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার আফতাব উদ্দিন, অফিসার জাহিদুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন বাদশা, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবলীগ নেতা সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সিআইপিগণ বৈধপথে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর অনুরোধ করেন এবং ব্যাংকে সকল কর্মকর্তাকে বিদেশে যাওয়ার আগে প্রবাসীদেরকে একাউন্ট করার তাগিদ দেওয়ার উপর গুরুতারোপ করেন।
উল্লেখ্য, বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে বাণিজ্যিকভাবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সম্প্রতি বৈদেশিক মুদ্রা প্রেরণকারী বা রেমিট্যান্স ক্যাটাগরিতে ৫৯ জন সিআইপির তালিকা প্রকাশ করা হয়। এর বাইরে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসাবে আরও ১০ জনকে সিআইপি নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ সরকার ২০২৩ সালের জন্য ৬৯ জনকে কমার্শিয়ালি ইম্পরটেন্ট পারসন (সিআইপি) নির্বাচিত করেছে। গত ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচিত সিআইপিদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেওয়া হয়েছে। এরমধ্যে রাঙ্গুনিয়া উপজেলা চারজন সিআইপি নির্বাচিত হয়েছে।
মুবিন বিন সোলাইমান
01690072488