রাউজানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব বিকাশ দাশ গুপ্তের মা আর নেই।
- আপডেট সময় : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
চট্রগ্রাম রাউজান পৌরসভা ৬নং ওয়ার্ডের ছেমরী সওদাগরের বাড়ির স্বর্গীয় সতিন্দ্র লাল দাশরে স্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিকাশ দাশ গুপ্তের মা আর নেই। পারিবারিক সুত্রে জানা যায় স্বর্গীয় রেভা দাশ শারীরিক অসুস্থ হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত ১৪ এপ্রিল রোজ শুক্রবার ঢাকা থেকে নিয়ে এসে চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ভর্তি করেন। চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল স্বর্গীয় রেভা দাশ (৭৭) ব্রেন স্ট্রোক করে বিকাল ৪ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম মেডিকেল হতে রাউজান নিজ বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানান ছেলে বিকাশ দাশ গুপ্তা। মৃত্যুকালে পরিবারের এক ছেলে ও দুই মেয়ে কে রেখে গেলেন। এদিকে স্বর্গীয় রেভা দাশের মৃত্যুতে গভীর ভাবে শোক করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।