সংবাদ শিরোনাম :
রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদের দাফন সম্পন্ন
হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
রইছ আহমেদ কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও রংপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি রংপুর সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও রংপুর জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (১৩ জুন) সকালে সাড়ে ৭টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিকেলে নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা সম্পন্ন শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।