রংপুর কারমাইকেল কলেজের বিতর্কিত সেই শিক্ষককে কলেজে ঢুকতে দেননি শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০২:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে
রংপুর কারমাইকেল কলেজের বিতর্কিত শিক্ষক আহসান উল ফেরদৌস লালমনিরহাট সরকারি কলেজে যোগদান করতে এলে মূল ফটকে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। তাকে কলেজে ঢুকতে দেননি শিক্ষার্থীরা।
(১১ মে) বৃহস্পতিবার শিক্ষক আহসান উল ফেরদৌস কলেজে যোগদানের জন্য গেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক আহসান উল ফেরদৌসের সঙ্গে একই বিভাগেরে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীসহ রংপুরবাসী।
পরে কলেজের পরিচালনা পরিষদের অনুমতিতে তাকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়। বিতর্কিত এই শিক্ষকের যোগদানের খবরে ক্ষোভে ফেটে পড়েন লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, এ রকম একজন চরিত্রহীন শিক্ষকের কাছে আমাদের ভালো কিছু শেখার নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাকে কলেজে প্রবেশ করতে দেব না।