রংপুরে স্কুলের বাথরুমের ছাদ থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে
রংপুর নগরীর একটি প্রাইমারি স্কুলের বাথরুমের ছাদ থেকে মৌসুমি আক্তার নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে নগরীর মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের ছাদ থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। গৃহকর্মী মৌসুমি নগরীর নজিরের হাট এলাকার মোস্তাফিজার রহমানের মেয়ে।
রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মুন্সিপাড়া পাঠশালা এলাকায় কুড়িগ্রামে কর্মরত পুলিশের পরিদর্শক মইনুল ইসলামের বাসায় আট মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন মৌসুমি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ওই বাসার সঙ্গেই মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের ছাদ থেকে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে পাঠায়।
তিনি বলেন, মৌসুমির আচরণ অস্বাভাবিক ছিল বলে জানতে পেরেছি। এ কারণেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। নিহত ওই গৃহকর্মীর বাবাও মানসিক বিকারগ্রস্ত বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এদিকে গৃহকর্মী নিহতের ঘটনায় অপরাধীদের বিচার দাবি করেছেন এলাকাবাসী।