ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জলঢাকায় জমি দখল ও থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বেদখলের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ ভেপুরাইজার মেশিন ক্রয়ে দুর্নীতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযান সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৫৩ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বগুড়ায় ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় বৃদ্ধা মাকে হুইল চেয়ার প্রদান জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে খোকসায় আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বের সিস্টেম যদি বলবৎ থাকে তাহলে কি আমরা এই বাংলাদেশ জন্য জীবন দিয়েছি ; গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কেউ একজন আসুক খানপুর ইউনিয়ন সোনালী সংসদের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

রংপুরের ঘাঘট নদীর থেকে বালু উত্তোলন বন্ধে ব্যর্থ প্রশাসন

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের ঘাঘট নদীর বালু উত্তোলন বন্ধের অভিযোগে আইনি ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, উল্টো নতুন নতুন ভূমিদস্যুর কবলে ভুক্তভোগীরা। জিম্মি ভূমিহীন গুচ্ছগ্রামবাসী ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ ঈদগা মাঠ এবং কবরস্থান, সফল বালু ব্যবসায়ীর আপন চাচার দাবি বালু উওোলনে বৈধতা রয়েছে। শুধু তাই নয় ফসলি জমিতে আবাদ নষ্ট ও রাস্তা চলাচলের দুর্ভোগের প্রশ্নের উত্তরে ভিন্ন মতামত প্রকাশ।

স্থানীয় এলাকাবাসী আভিযোগ প্রতিবছর বাড়ছে নতুন নতুন ব্যবসায়ী, ফসলের জমি দখল নিচ্ছেন ঘাগট নদীর অবৈধ বালু উওোলন মহল। দুই একজন বন্ধের অভিযোগ দিলেও, হামলার শিকার হয়েছেন কিন্তু আইনি সহায়তা পায়নি। এমনকি বালু বাহি ট্রাকের ধাক্কায়, নিহতর ঘটনাও ধামাচাপা দিয়ে বালু মহল চলার মন্তব্য সুশীল সমাজের।

হতদরিদ্র গুচ্ছগ্রাম সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান হুমকির বিষয়ে বালু ব্যবসায়ী, সাহেব মিয়া বলেন (১৯৬৯) সালের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। থেকে বাচ্চাদের অভিভাবকরা মুখ ফিরিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা রয়েছে। পারিবারিক স্মৃতি স্থান বিলুপ্ত সম্ভব নয়, দাবিতে বালু উত্তোলন করছেন তিনি। স্কুলের রাস্তা ব্যবহার করছেন বাবলা ও আনিছ ফলে ছাত্র-ছাত্রীর অভিভাবকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠান থেকে।

বালু মহলের সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা, শহিদুল ইসলাম জানান আপন চাচা ওয়ার্ড নেতা, সাপ্তাহিক পাঁচ হাজার টাকা নেন মিছিল মিটিং এর অজুহাতে। শুধু তাই নয় প্রশাসনের নাম ভাঙিয়ে, চলছেন তিনি আভিযোগ এলাকাবাসীর।

রংপুর সিটি কর্পোরেশন (১২) নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন গণমাধ্যমের প্রশ্নে বলেন (০১) শহিদুল ইসলাম, পিতা- মোসলেম উদ্দিন (০২) আনিস মিয়া, মৃত- নজরুল ইসলাম (০৩) শাওন, পিতা- সাহেব মিয়া (০৪) সাহেব মিয়া, পিতা- লোকমান ভান্ডার (০৫) দুলাল মিয়া, পিতা- মান্নান চৌধুরী (০৬) মনজুরুল, পিতা- মোমদেল (০৭) সিদ্দিক, পিতা- আহমদ মুন্সী (০৮) মহবুল, পিতা- মোসলেম উদ্দিন ও বাবলা এবং সিন্ডিকেটের প্রধান (শহিদুল ইসলাম) এ-র আপন চাচা মন্তব্য করেন তিনি।

দৈনিক আখিরা ও একুশে সংবাদ টিভি এবং গণকণ্ঠ পত্রিকার রিপোর্টার সিটি কর্পোরেশনের, দায়িত্ব রত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধার সঙ্গে সার্বিক বিষয়ে মতবিনিময়ের সময়। উপস্থিত (১২) নং ওয়ার্ড কাউন্সিলর বালু উওোলন বন্ধের আভিযোগ নিয়ে, বন্ধের অভিযানের প্রতিশ্রুতি দিলেও তালবাহানা করায়, নানান আলোচনা ও সমালোচনার মুখে কর্তৃপক্ষ!

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরের ঘাঘট নদীর থেকে বালু উত্তোলন বন্ধে ব্যর্থ প্রশাসন

আপডেট সময় : ০৮:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

রংপুরের ঘাঘট নদীর বালু উত্তোলন বন্ধের অভিযোগে আইনি ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, উল্টো নতুন নতুন ভূমিদস্যুর কবলে ভুক্তভোগীরা। জিম্মি ভূমিহীন গুচ্ছগ্রামবাসী ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ ঈদগা মাঠ এবং কবরস্থান, সফল বালু ব্যবসায়ীর আপন চাচার দাবি বালু উওোলনে বৈধতা রয়েছে। শুধু তাই নয় ফসলি জমিতে আবাদ নষ্ট ও রাস্তা চলাচলের দুর্ভোগের প্রশ্নের উত্তরে ভিন্ন মতামত প্রকাশ।

স্থানীয় এলাকাবাসী আভিযোগ প্রতিবছর বাড়ছে নতুন নতুন ব্যবসায়ী, ফসলের জমি দখল নিচ্ছেন ঘাগট নদীর অবৈধ বালু উওোলন মহল। দুই একজন বন্ধের অভিযোগ দিলেও, হামলার শিকার হয়েছেন কিন্তু আইনি সহায়তা পায়নি। এমনকি বালু বাহি ট্রাকের ধাক্কায়, নিহতর ঘটনাও ধামাচাপা দিয়ে বালু মহল চলার মন্তব্য সুশীল সমাজের।

হতদরিদ্র গুচ্ছগ্রাম সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান হুমকির বিষয়ে বালু ব্যবসায়ী, সাহেব মিয়া বলেন (১৯৬৯) সালের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। থেকে বাচ্চাদের অভিভাবকরা মুখ ফিরিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা রয়েছে। পারিবারিক স্মৃতি স্থান বিলুপ্ত সম্ভব নয়, দাবিতে বালু উত্তোলন করছেন তিনি। স্কুলের রাস্তা ব্যবহার করছেন বাবলা ও আনিছ ফলে ছাত্র-ছাত্রীর অভিভাবকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠান থেকে।

বালু মহলের সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা, শহিদুল ইসলাম জানান আপন চাচা ওয়ার্ড নেতা, সাপ্তাহিক পাঁচ হাজার টাকা নেন মিছিল মিটিং এর অজুহাতে। শুধু তাই নয় প্রশাসনের নাম ভাঙিয়ে, চলছেন তিনি আভিযোগ এলাকাবাসীর।

রংপুর সিটি কর্পোরেশন (১২) নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন গণমাধ্যমের প্রশ্নে বলেন (০১) শহিদুল ইসলাম, পিতা- মোসলেম উদ্দিন (০২) আনিস মিয়া, মৃত- নজরুল ইসলাম (০৩) শাওন, পিতা- সাহেব মিয়া (০৪) সাহেব মিয়া, পিতা- লোকমান ভান্ডার (০৫) দুলাল মিয়া, পিতা- মান্নান চৌধুরী (০৬) মনজুরুল, পিতা- মোমদেল (০৭) সিদ্দিক, পিতা- আহমদ মুন্সী (০৮) মহবুল, পিতা- মোসলেম উদ্দিন ও বাবলা এবং সিন্ডিকেটের প্রধান (শহিদুল ইসলাম) এ-র আপন চাচা মন্তব্য করেন তিনি।

দৈনিক আখিরা ও একুশে সংবাদ টিভি এবং গণকণ্ঠ পত্রিকার রিপোর্টার সিটি কর্পোরেশনের, দায়িত্ব রত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধার সঙ্গে সার্বিক বিষয়ে মতবিনিময়ের সময়। উপস্থিত (১২) নং ওয়ার্ড কাউন্সিলর বালু উওোলন বন্ধের আভিযোগ নিয়ে, বন্ধের অভিযানের প্রতিশ্রুতি দিলেও তালবাহানা করায়, নানান আলোচনা ও সমালোচনার মুখে কর্তৃপক্ষ!