যুবদলনেতা মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর জেলা যুবদল।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে আজাদ ডাক্তারের মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন প্রমুখ।
এছাড়াও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন, কোষাধ্যক্ষ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক কাজল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, সম্পাদক মণ্ডলী সদস্য মনির চৌধুরী, সদস্য মো. ফরহাদ হোসেন, বিল্লাল হোসেন, মোখলেছুর রহমান, তুহিন সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।