মহেশখালী উপজেলা বিএমএসএফ”র কমিটি অনুমোদন
- আপডেট সময় : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহেশখালী উপজেলা শাখার কমিটি অনুমোদন ও কোড প্রদান করা হয়েছে। কিছুদিন আগে, মফস্বল সাংবাদিক ফোরামের একটি ভার্চুয়াল সভা হয়। এ সভায় (বিএমএসএফর) প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের সভাপতিত্বে উপজেলা শাখার সকল সদস্যরা অংশ নেন। এসময় মহেশখালী উপজেলা শাখায় কমিটির দেয়ার সিদ্ধান্ত হয়।
গত (০২ মার্চ) বৃহস্পতিবার, রাত ৯ টার সময়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি আহমেদ আবু জাফরের স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেন। এ কমিটিতে আমাদের নতুন সময় পত্রিকার (মহেশখালী প্রতিনিধি) জাহেদ সরওয়ারকে সভাপতি ও যায়যায়দিন পত্রিকার (মহেশখালী প্রতিনিধি) ইঞ্জিনিয়ার হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক সহ ১৯ জন বিশিষ্ট কমিটির অনুমোদন হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আবদু সালাম কাকলী (ডেইলি ইন্ডাস্ট্রি), জিকির উল্লাহ জিকু (কক্সবাজার ভয়েস), যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক (দেশবিদেশ), নুরুল করিম (রূপালী সৈকত), সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সিকদার (কক্সবাজার সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ (গণসংযোগ), অর্থ সম্পাদক জুয়েল চৌধুরী (আজকের পত্রিকা), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুল আমিন (কক্সবাজার বাণী), মহিলা বিষয়ক সম্পাদক বদরুন্নেছা হ্যাপি (রূপালী সৈকত), দপ্তর সম্পাদক শাহিন আলম (কক্সবাজার-৭১), সহ-দপ্তর সম্পাদক মফিজুর রহমান (আজকের সংবাদ), প্রচার মিজানুর রহমান (কক্সবাজার সংবাদ), ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক জুয়েল বড়ুয়া (দৈনিক মতপ্রকাশ), নির্বাহী সদস্য সাইফুল আফ্রিদি (কক্সবাজার বার্তা), মো: আবু বক্কর (আমাদের কক্সবাজার), সদস্য মোহাম্মদ সেলিম (গণ সমচার), নুরুল বশর (জন বাণী)।
উল্লেখ্য, এর আগে বিএমএসএফ মহেশখালী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে প্রস্তাবিত কমিটি গঠন করে কেন্দ্রীয় বিএমএসএফের নিকট প্রেরণ করা হলে যাচাই-বাছাই শেষে এ কমিটির অনুমোদন ও শাখাকে ৩২৩/২৩ নম্বার কোড প্রদান করা হয়।