মহারশি সাহিত্য সেরা পুস্তক সম্মাননা পদক পেলেন, বগুড়ার তরুণ লেখক খোকন সরদার
- আপডেট সময় : ০৭:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
মোঃ সাব্বির হাসান মিঠুঃ বগুড়ার অন্তরিক্ষ কবি লেখক খোকন সরদার মহারশি আন্তর্জাতিক সাহিত্য পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্মেলনে বছর সেরা পুস্তক সম্মাননা পেয়েছেন। শুক্রবার বিকেল মিল মালিক সমিতির হল রুমে ঝিনাইগাতী শেরপুর আয়োজিত অনুষ্ঠানে মহারশি সাহিত্য পরিষদের সেরা পুস্তক সম্মাননা পদক-২০২৪ তুলে দেন।
মহারশি সাহিত্য পরিষদের সভাপতি কবি জামাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। কবি শামসুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন কবি ডাঃ আব্দুল্লাহেল ওয়াফী (হুমায়ুন কবির), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন কবি আতিক হেলাল ও বিশিষ্ট আবৃত্তিকার নজরুল গবেষক টিটু মুন্সী, চলচ্চিত্র অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ, কবি শামসুল হক বাবু , কবি জোবাইর আহমদ, কবি ইলিয়াস আহমেদ প্রমুখ।