মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে কটুক্তি করায় আমতলীতে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৫:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ)কে কটুক্তিকারী ব্লগার আসাদ নূর ও মাসুদের দৃষ্টান্তমূলক বিচার তথা ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বরগুনার আমতলীর সর্বস্তরের তৌহিদী জনতা।
শুক্রবার(১১আগস্ট)উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে জুমার নামাজ বাদ আমতলী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলটি আমতলী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আল হেলাল মোড়ের সাকিব প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ব্লগার আসাদ নূর ও মাসুদকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন,আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান,ঈমাম মাও: মো. আনিচুর রহমান, আমতলী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আবু জাফর মো. সামসুদ্দোহার সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে পৌর শহরের সকল মসজিদের ঈমাম মুয়াজ্জিন ও কয়েকশত ধর্মপ্রান মুসলিমরা অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, আসাদ নূর আমাদের প্রিয় রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তি করেছে। আমরা সরকারের কাছে দাবি করছি যাতে অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে সর্ববোচ্চ শাস্তি দেওয়া হয়।