ব্ল্যাকমেইল করে সহকর্মীকে একাধিকবার ধর্ষণ: র্যাব-১৩ এর কৌশলী অভিযানে ধর্ষক আটক
- আপডেট সময় : ০৮:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১০২ বার পড়া হয়েছে
গত ১৪ এপ্রিল ২০২৩ তারিখ রংপুর জেলার কোতোয়ালী থানাধীন মমিনপুর রেজানগর এলাকার মোঃ সুজানুর রশিদ সুজন (২৩), পিতা- মোহাম্মদ হাফেজ মিয়া এর বিরুদ্ধে ধষর্ণের অভিযোগে রংপুর জেলার কোতোয়ালী থানায় একটি ধষর্ণ মামলা দায়ের হয়। গত ১ বছর পূর্ব হতে এক সাথে চাকুরীর সুবাদে ভিকটিমের সাথে আসামীর পরিচয় হয়। পরবর্তীতে, আসামী মোঃ সুজানুর রশিদ সুজন (২৩) ভিকটিম’কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ০৯ মার্চ ২০২৩ তারিখে ১১.০০ ঘটিকায় কাজের সময় ভিকটিম’কে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধষর্ণ করে এবং ভিডিও ধারণ করে। উক্ত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। উক্ত মামলার পলাতক আসামী মোঃ সুজানুর রশিদ সুজন (২৩)’কে গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী অফিসার র্যাব-১৩, রংপুর বরাবর একটি অধিযাচন পত্র দায়ের করে। অধিযাচন পত্রের ভিত্তিতে তথ্য উপাত্ত গুলো বিবেচনায় এনে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে সিপিএসসি, র্যাব-১৩ রংপুর এর একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ০৭ মে ২০২৩ তারিখ রাত ০২.০০ ঘটিকায় আসামী মোঃ সুজানুর রশিদ সুজন’কে রংপুর জেলার হাজিরহাট থানাধীন মধ্যগোপিনাথপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রংপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।